সৈয়দ মুজতবা আলী অসাধারণ প্রতিভার মানুষ

পিএইচডি করতে তিনি গিয়েছিলেন জার্মানি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখনই সেখানে অধ্যাপক ছিলেন আলবার্ট আইনস্টাইন। একবার সেই শহরে স্থানীয় জার্মান ভাষায় একটি কৌতুক প্রতিযোগিতার আয়োজন হয়। আর সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেলেন এক বাঙালি! ভাবা যায়?

একবার এক রাষ্ট্রদূত তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে সেই রাষ্ট্রদূত বলেছিলেন—
"আমি জীবনে এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর এত বিষয়ে আলাপ শুনিনি, যতটা উনি আমাকে শোনালেন মাত্র কয়েক ঘণ্টায়।"

১৭টি ভাষায় ছিল তাঁর দখল। শুধু কথা নয়, প্রতিটি ভাষায় তিনি লিখতেও পারতেন। “গীতা” তাঁর সম্পূর্ণ মুখস্থ ছিল। কবিগুরুর গীতবিতান শেষ থেকে শুরু পর্যন্ত নিখুঁতভাবে মুখস্থ ছিল তাঁর। একবার এক অনুষ্ঠানে এক পুরোহিত সংস্কৃত ভাষায় গীতা নিয়ে বক্তব্য রাখছিলেন। তিনি তৎক্ষণাৎ ধরে ফেললেন কিছু ভুল হয়েছে। দাঁড়িয়ে মূল সংস্কৃত ভাষায় সঠিক অংশ মুখস্থ বলে দিলেন—উপস্থিত দর্শক হতবাক!

তিনি সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষায় তাঁর দক্ষতা নিয়ে বলেছিলেন “বঙ্গীয় শব্দকোষ”-এর রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়—
"আমার অভিধান যদি কোনো সময় সংশোধনের প্রয়োজন হয়, তাহলে যেন সৈয়দ মুজতবা আলী সেটা করে।"

তাঁর রসবোধ ছিল অসাধারণ, যা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বজায় ছিল। তিনি মজা করে বলেছিলেন—
"আমার মৃত্যুর পর সবাইকে বলবে, আলী সাহেব তাঁর বেস্ট বই লেখার কথা ভাবছিলেন। কি


ন্তু কী করবেন, উনার তো প্যারালাইসিস হয়ে ডান হাত অবশ হয়ে গেল। হাতটা ভালো থাকলে উনি দেখিয়ে দিতেন সৈয়দ মুজতবা আলীর বেস্ট বই কাকে বলে।"

তাঁর লেখায় যেমন গভীরতা, তেমনি জীবনের প্রতি অফুরান ভালোবাসা। সৈয়দ মুজতবা আলীর মতো সাহিত্যিক বাংলা সাহিত্যে বিরল। কিংবদন্তি সাহিত্যিককে অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন পরপারে… 🖤

#SyedMujtabaAli #BengaliLiterature #LegendaryWriter #LanguageGenius #LiteraryIcon #BanglaSahitya #Polyglot #Storyteller #Tribute #Respect #Inspiration #BengaliWriter #RIP #কিংবদন্তি #সাহিত্যিক #সৈয়দ_মুজতবা_আলী

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ