মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর
কান্দি জেল রোড : ১৭ জুলাই : গুয়াহাটি - কলকাতা - কান্দি জেল রোড থেকে প্রকাশিত বাংলা নিউজ পোর্টাল "নয়া ঠাহর" আগামী মহালয়ার পূর্ণ তিথিতে শারদ সংখ্যা ১৪৩২ সালে প্রকাশ পাবে।কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মিউজিয়াম অডিটরিয়াম এ অনুষ্ঠটিক ভাবে প্রকাশ পাবে। সাংবাদিক অমল গুপ্ত র সম্পাদিত পুজো সংখ্যা নয়া ঠাহর । এই সংখ্যায় বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী অতীন দাস ,সাহিত্য গবেষক প্রণব আচার্য , বরাক কণ্ঠ প্রদীপ দত্ত রায় , , বীরেশ্বর সরকার, বটু কৃষ্ণ হালদার ,কবি মন্টু আচার্য ,কবি নাসিরউদ্দিন আহমেদ সুপ্রভাত বাগচী , সঞ্জয় মিশ্র তনয়া গুপ্ত দেবদাস রজক প্রমুখ দের লেখনি তে সমৃদ্ধ থাকবে প্রচ্ছদ: সর্বভারতীয় পর্যায়ের শিল্পী অরূপ গুপ্ত , কান্দি বিদ্যুত প্রেস থেকে প্রকাশ পাবে।