শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ
নয়া ঠাহর ,কান্দি জেল রোড: গুয়াহাটি - কলকাত-কান্দি থেকে প্রকাশিত বাংলা নিউজ পোর্টাল "নয়া ঠাহর" এই বছর ১৮ তম সংখ্যা ২০২৫ পুজো সংখ্যা প্রকাশ পাবে।কান্দি সরস্বতী শিশু মন্দির জিবধর পাড়া , ,মুর্শিদাবাদ থেকে । । কান্দি সরস্বতী শিশু মন্দিরে বিকাল চারটায় এই পত্রিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে। সকলকে সাদর আমন্ত্রণ। শুভেচ্ছা সহ , নয়া ঠাহর, সম্পাদক কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কান্দি রাজ কলেজের অধ্যক্ষা সোমা দত্ত। পুজো সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন সর্ব ভারতীয় শিল্পী অরূপ গুপ্ত , নয়া দিল্লী। কান্দি রাজবাড়ী কাছে কান্দি সরস্বতী শিশু মন্দির প্রথম তলা অডিটরিয়াম আগামী ২১সেপ্টেম্বর মহালয়ার পবিত্র তিথিতে বিকাল চারটায় এই অনুষ্ঠান ।সবার আমন্ত্রণ।
Comments
Post a Comment