অবশেষে শাহরুখ, সেরা রানি মুখার্জি

অবশেষে শাহরুখ, সেরা রানিও
 নায়কের সংলাপ সিনেমা হল উল্লসে ফেটে পড়ে, তাতে নতুন কিছু নেই। কিন্তু জওয়ান ছবির হাততালি পড়া এক দৃশ্যে আজাদ চরিত্রটি বলেছিল, যে আঙুল দিয়ে ভোটযন্ত্রের বোতাম টেপেন নেতারা ভোট চাইতে এলে সেই আঙুল তুলে তাঁদের প্রশ্ন করুন। ভয় পয়সা জাতপাত ধর্ম; সম্প্রদায়ের জন্য ভোট দেওয়ার বদলে প্রশ্ন করুন আগামী পাঁচ বছর আমাদের বাচ্চাদের পড়াশোনা চাকরি পরিবারের স্বাস্থ্য আমার দেশের জন্য আপনি কী করবেন।
 আজাদ-বেশি শাহরুখ খানের সেই সংলাপকে নিছক ফিল্মি মনে হয়নি অনেকেই। দেশে অসহিষ্ণুতার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এই শাহরুখকেই তো দিন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ তুলনা করেছিলেন লস্কর নেতা হাফিজ সইদের সঙ্গে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ