কান্দি মহকুমা তে জলবন্দি মানুষ জানালেন মহকুমা শাসক উৎকর্ষ সিংহ

জলবন্দি বহু পরিবার 

 বর্ষণ কমেছে। তাতে নেমেছে নদীগুলির জলস্তর। কিন্তু এখনও বহু এলাকায় বাসিন্দারা জল-যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। জলে ভাসছে ধানখেত। খড়গ্ৰাম, বড়ঞা, কান্দি, ভরতপুর ১সর্বত্র একই ছবি। কান্দির মহকুমাশাসক উংকর্য সিংহ বলেন, ধানখেতগুলি এখনও জলে ডুবে আছে। খড়গ্ৰাম, ভরতপুর ১ ও কান্দি ব্লকের কিছু পরিবার জলবন্দি। প্রশাসন তাঁদের খাবারের ব্যবস্থা করেছে।
   জলভাসি অবস্থায় রয়েছে খড়গ্ৰাম ব্লকের ঝিল্লি ও পদমকান্দি গ্ৰাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের ছ'টি গ্ৰামে ছ'শো পরিবার জলবন্দি হয়ে রয়েছেন। ব্রাহ্মণী নদীর জল বেড়ে যাওয়ায় জলে ভাসছে কয়েক হাজার বিঘা জমির ধান ও তুঁত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি প্রশাসন। খড়গ্ৰামের বিডিও মিলনী দাস বলেন, "আগের চেয়ে জল অনেক কমেছে। রাস্তাঘাট ডুবে গিয়েছিল। এখন পরিস্থিতি ভাল। (এবিপি সূত্রে)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ