কান্দি মহকুমা তে জলবন্দি মানুষ জানালেন মহকুমা শাসক উৎকর্ষ সিংহ
জলবন্দি বহু পরিবার
বর্ষণ কমেছে। তাতে নেমেছে নদীগুলির জলস্তর। কিন্তু এখনও বহু এলাকায় বাসিন্দারা জল-যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। জলে ভাসছে ধানখেত। খড়গ্ৰাম, বড়ঞা, কান্দি, ভরতপুর ১সর্বত্র একই ছবি। কান্দির মহকুমাশাসক উংকর্য সিংহ বলেন, ধানখেতগুলি এখনও জলে ডুবে আছে। খড়গ্ৰাম, ভরতপুর ১ ও কান্দি ব্লকের কিছু পরিবার জলবন্দি। প্রশাসন তাঁদের খাবারের ব্যবস্থা করেছে।
জলভাসি অবস্থায় রয়েছে খড়গ্ৰাম ব্লকের ঝিল্লি ও পদমকান্দি গ্ৰাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের ছ'টি গ্ৰামে ছ'শো পরিবার জলবন্দি হয়ে রয়েছেন। ব্রাহ্মণী নদীর জল বেড়ে যাওয়ায় জলে ভাসছে কয়েক হাজার বিঘা জমির ধান ও তুঁত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি প্রশাসন। খড়গ্ৰামের বিডিও মিলনী দাস বলেন, "আগের চেয়ে জল অনেক কমেছে। রাস্তাঘাট ডুবে গিয়েছিল। এখন পরিস্থিতি ভাল। (এবিপি সূত্রে)
Comments
Post a Comment