পশ্চিমবঙ্গ বাসী নিজের মেয়েকে রক্ষা করতে পারেনা ,, পুলিশের লাঠিচার্জ অভয়ার মা বাবা আহত হয়েছেন

অমল গুপ্ত ,৯আগস্ট কান্দি জেল রোড: আজ রাখি পূর্ণিমা ,আজ  বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে বোনেদের সুস্থ  জীবন কামনা করেন। কিন্তু কলকাতার আর জি কর হাসপাতালে আজকের দিনে সেই ভাইদের একাংশ নিজের বোনকে নৃশংস ভাবে  হত্যা করে।গতকাল নিহত ডাক্তারের মা সাংবাদিকদের জানান তাঁর মেয়েকে হত্যার সময় চার জন ডাক্তার উপস্থিত ছিলেন।সেই  ডাক্তাররা একবার ও তাদের সঙ্গে দেখা করেনি। অভ্য়ার মা বাবা আজ নবান্ন  অভিযানের ডাক দিয়েছে।মা বাবা অভিযোগ করেন তাদের মেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বলি হয়েছে।তাদের মৃত মেয়ের মুখ দেখতে দেইনি পুলিশ।আগেই দাহ করা হয়। উভয়ে কলকাতা পুলিশ ,সিবিআই  কেন্দ্রীয় সরকার রাজ্যে সরকারের দিকে  অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনার দিন রাতে বাইরের দুষ্কৃতীরা হাসপাতালে ভাঙচুর করে নিরাপদে পালিয়ে যায় আজ পর্যন্ত পুলিশ চার্জ শিট দিতে পারেনি।  আর জি কর ঘটনার একবছর পূর্তি নবান্ন  কালীঘাট অঞ্চলকে দুর্গ বানানো হয়েছে।বিশাল বিশাল লোহার ব্যারিকেড ,মাথায় ড্রোনের মহড়া চলছে। জেল কামান ড্রোন ব্যাপক পুলিশি ব্যবস্থা। সারা বিশ্ব কাঁপানো প্রতিবাদ   হয়েছিল।আজ আবার সেই ছবির পুনরাবৃত্তি সম্ভবনা ।  অভভয়ার মা বাবা অভিযোগ করেছেন সরকার তাদের একঘরে করে রেখেছে। মানুষ ভয়ে কথা বলে না। তাদের অভিযোগ তৃণমূল থ্রেট কালচার সংস্কৃতি সর্বত্র আতঙ্ক ছড়াচ্ছ।আজ রাখি পূর্ণিমার দিন  নবান্ন   কালীঘাট অভিযানের সময় পুলিশের লাঠিচার্জ  ধস্তাধস্তির  অভয়ার মা মাথায় আঘাত পেয়েছেন।তার  শাখা পলা ভেঙে ফেলা হয়েছে বলে বাবা অভিযোগ করেছেন।পুলিশ এই মারের অভিযোগ যোগ অস্বীকার করেছে। বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী হাসাপাতালে গিয়ে আহদের দেখতে যান।  পার্ক স্ট্রীট  এ লাঠি চার্জ করায় অভযার মা গুরুতর আঘাত পেয়েছেন।তাকে বাঁচাতে বাবা ও আহত হয়েছেন।বলে ডাক্তাররা অভিযোগ করেন আজ একাংশ সাধু   বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।  নিহত শিশু কন্যা তামান্নার মা বাবা ও কামদুনির প্রতিবাদীরা অংশ গ্রহন করে। অভয়া মঞ্চ জনচেতনা মঞ্চ বিকালে কালীঘাট  ঘেরাও ডাক দিয়েছে। মা কে মেডিকো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিসি পোর্ট বলেছে মাকে মারা হয়নি। বাবা কে ও ভর্তি করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন বিজেপি ঝান্ডা না নিয়ে আন্দোলন করেছে।পুলিশ মাকে মেরেছে ,জাতীয় পতাকা  কে অপমান করেছে।তার শাঁখা পলা ভেঙেছে।রাখি পূর্ণিমার দিন প্রতিবাদীরা পুলিশের হাতে রাখি বেঁধে দেন। অভয়ার মা হাসপাতালে ভর্তি থাকার জন্যে হাজরা মোর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  তামান্নার মা হাসপাতালে গিয়ে  অভোয়ার মাকে দেখে এসেছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ