দেশের পাহাড়ি ভূমিকম্প প্রবন অঞ্চলে ব্যাপক নির্মাণ বাস্তুতন্ত্র চরম ক্ষতি হচ্ছে
অমল গুপ্ত , দেশ স্বাধীনতা দিবস পালন করবে।কিন্তু বড় লজ্জা আর পরিতাপের কথা দেশের স্বাস্থ্য বিরোধী প্লাস্টিক আবর্জনা বন্ধ করা হল না।প্রদূষণ বিরোধী সংকল্প সফল হল না। দেশের ব্যাপকহারে গাছ কাটা বন্ধ হলনা।পাহাড় ভেঙে টানেল নির্মাণ করে প্রকৃতির ব্যাপক ক্ষতি হচ্ছে।পবিত্র গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সব নদী দূষিত। স্বাধীনতার ৭৯ বছর পার করলো দূষণ মুক্ত হল না নদী।এই আবহে হিমালয় কোলে পাহাড়ি জনপদ ধারা লি নিশ্চিহ্ন হয়ে গেল।ভূমি ধসের ফলে। মহাকাশ থেকে পাওয়া ইসরোর চিত্রে স্পষ্ট ধরা পড়েছে পাহাড়ের কোলে গ্রামটি নিশ্চিহ্ন হয়ে গেছে। হিমালয় কে রক্ষা করা না গেলে সারা ভারত ভুগবে।
Comments
Post a Comment