ডেঙ্গিকে ছাপিয়ে ম্যালেরিয়া

ডেঙ্গিকে ছাপিয়ে গেল ম্যালেরিয়া 

 মশাবাহিত রোগ হল ডেঙ্গি, ম্যালেরিয়া। আর মুর্শিদাবাদ এই দু'টি রোগের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ম্যালেরিয়া। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় প্রায় সাড়ে সাতশো জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সেখানে জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন পৌনে আটশো জন। চারিদিকে পরিবেশের যা পরিস্থিতি, তাতে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানাচ্ছেন, সম্প্রতি মুর্শিদাবাদে লাগাতার বৃষ্টির জেরে নদ-নদী, খাল-বিল, নিকাশিনালা জলে টইটম্বুর। বাড়ির আশপাশও জলে ভাসছে। যার জেরে মশার উপদ্রব বাড়ছে। এলাকা থেকে জল যত নামছে মশার উপদ্রব তত বাড়ছে। যার জেরে ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ বাড়ছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ