অভযা কে কে মারলেন ?

আঘাত কী ভাবে খুঁজছে পুলিশ 

নবান্ন অভিযান পার্ক স্ট্রিটে পৌঁছনোর আগেই আর জি করের নির্যাতিতার মা আঘাত পেয়েছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করছে লালবাজার। কী ভাবে কোথায় সেই আঘাত লাগল এবং সেই আঘাত পুলিশের লাঠির গায়ে হয়েছিল কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি লালবাজার। পুলিশ সূত্রের খবর, আউট্রাম রোডের কাছে তাঁর আঘাত লেগেছিল বলে মনে করা হচ্ছে। সিসি ক্যামেরার ছবিতে তেমন ইঙ্গিত মিলেছে। ওই অংশের সিসি ক্যামেরার ছবি পরীক্ষা করা হচ্ছে। সংবাদমাধ্যমের ছবিও দেখা হচ্ছে। প্রসঙ্গত, রবিবার নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের কপালে আঘাতকে 'অনভিপ্রেত' বলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ