পথ কুকুর দের স্বাধীনতায় হস্তক্ষেপ খুনি, ধর্ষক দের নয়। দেশের কোটি কোটি টাকার সম্পদ লুট করে বিদেশে পালাতে বাধা নেই
ক্ষোভ প্রকাশ করছি, আজ আমি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে পারছি না । স্বাধীনতা শুধু পতাকা উড়ানো বা গান গাওয়া নয় এটি জীবনের, মর্যাদার এবং সুরক্ষার অধিকার।
যে দেশে অবলা কুকুরদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়, সেই দেশকে আমি স্বাধীন বলব কেন? যে দেশে ধর্মের নামে এত গর্ব, সেই দেশের মানুষের জানা উচিত এই অবলারা ঈশ্বর স্বয়ং মহাদেবেরই সন্তান। ভারতের অধিকাংশ কালভৈরব মন্দিরে এদেরও পূজা হয়। অথচ আজ সেই দেশেই তাদের স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
যে দেশে ধর্ষক, খুনি, লুটেরা, দুর্নীতিবাজ সবাই আইনের ফাঁক গলে বেঁচে যায়, সেই দেশে কত সহজেই এই নিরীহ প্রাণীদের বিরুদ্ধে রায় হয়ে যায়! যাদের ঈশ্বর নিজ হাতে সৃষ্টি করেছেন, যাদের রক্ষা করার দায়িত্ব মানুষকে দিয়েছিলেন সেই মানুষই আজ তাদের বিরুদ্ধে রায় দিচ্ছে।
আমি মানতে পারি না এই দেশ স্বাধীন। স্বাধীনতা মানে সবার জন্য সমান অধিকার মানুষ, প্রাণী, সবার জন্য। আর যেখানে ঈশ্বরেরই সৃষ্ট জীবের স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়, সেখানে স্বাধীনতার উদযাপন এক নিষ্ঠুর প্রহসন ছাড়া কিছুই নয়। তাই আজ আমার কাছে এ দিন শোকের, কোনোভাবেই আনন্দের নয়।
Comments
Post a Comment