বাঙালি এক সাংস্কৃতিক পরিচয় ,বাঙালি হওয়া সোজা কথা নয়

বাঙালি মানে কি শুধু বাংলায় কথা বলা?

তা যদি হতো, তবে তো বিশ্বের বহু প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের সবাই ‘বাঙালি’ হতেন।
বাংলাদেশেও মানুষ বাংলায় কথা বলেন। তাই বলে তারা সব কি বাঙালি?

বাঙালি হওয়া শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। বাঙালি এক সাংস্কৃতিক পরিচয়। এক গভীর ঐতিহ্য, অনুভব, আচার, খাদ্যাভ্যাস, শব্দচয়ন, এবং আত্মার বন্ধন।

বাঙালি জল খায়, পানি নয়।
বাঙালি সকালের খাবার খায়, নাস্তা নয়।
বাঙালি স্নান করে, গোসল নয়।
বাঙালি পিসি বলে, খালা নয়। 
বাঙালি মাংস বলে, গোস্ত নয়।

এই শব্দগুলো শুধু শব্দ নয় – এগুলো আমাদের চিন্তা, অনুভব আর সাংস্কৃতিক শিকড়ের অংশ। আমাদের পরিবার গঠনের ধরন, রান্নার স্বাদ, উৎসব পালনের রীতি – সবকিছুতেই বাঙালিয়ানা মিশে আছে।

বাঙালি মানে রবীন্দ্রনাথের গান, বৃষ্টির দিনে খিঁচুড়ি, দুর্গাপুজোয় ধুনুচি নাচ, সরস্বতী পুজোয় খই-চিঁড়ে।
বাঙালি মানে দুধে ভিজে যাওয়া বইয়ের পাতার গন্ধ, মানে ‘অ’ বলা শেখা।

সুতরাং, বাঙালি হওয়া মানে কেবল বাংলা বলা নয় — বরং বাঙালি হওয়া মানে একটি জীবনচর্চা।
যেখানে ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয় মিলেমিশে এক অপূর্ব জগত গড়ে তোলে।।

(Collected)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ