উত্তর পূর্বের বাংলা নিউজ পোর্টাল" নয়া ঠাহর " পুজো সংখ্যা প্রস্তুতির পথে
নয়া ঠাহর ,গুয়াহাটি ,কলকাতা: উত্তর পূর্বের বাংলা নিউজ পোর্টাল" নয়া ঠাহর " পুজো সংখ্যা মহালয়ার দিন প্রকাশ পাবে। ১৮ তম বর্ষ র এই সংখ্যা আগের মতই পরিবেশ প্রকৃতি সংরক্ষণ কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।সেই সঙ্গে সার্বিক অবক্ষয় মূল্যবোধের অবনতি বাঙালি জাতির অস্তিত্বের সংকট স্থান পেয়েছে। এই পত্রিকা নিজেই আর্থিক সংকটে ভুগছে। মানুষ আর ম্যাগাজিন পড়ে না। মদ ,খেলা মেলা তে পড়ে আছে। পত্রিকাটি প্রকাশে সামান্য আর্থিক সহায়তা স্বরূপ বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করবে কি কোনো সংগঠন কোন ব্যক্তি?।পত্রিকাটি কালার পেজ ধার্য করা হয়েছে২০ হাজার টাকা।বিনা কালার ১৫ হাজার টাকা।হাতে সময় নেই। যারা এগিয়ে আসবেন তাদের নাম ধাম বিস্তৃত নয়া ঠাহর পোর্টাল এ ছাপা হবে। আশা করছি সাড়া পাওয়া যাবে। বর্তমান ক্যাম্প কান্দি জেল রোড মুর্শিদাবাদ। প্রযত্নে বিদ্যুত প্রেস কান্দি রাজবাটি চক , পো কান্দি - ৭৪২১৩৭,জেলা মুর্শিদাবাদ।পশ্চিমবঙ্গ। গুয়াহাটি অফিস -guwahati hatigoan ,বকুলবন হাউজিং গুয়াহাটি ৩৮
Comments
Post a Comment