অসমের বাঙালি হিন্দুদের বিরুদ্ধে নথিভুক্ত অভিযোগ প্রত্যাহার করা হবে: হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত ,৭আগস্ট, কলকাতা: অসমে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে বহু অভিযোগ আদালতগুলোতে ঝুলে আছে। বিদেশী নোটিশে নাম আছে। হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার সব ধরনের নথিভুক্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হবে। এদিকে পশ্চিম বঙ্গে বিজেপি বিরোধী নেতা শমীক ভট্টাচার্য বলে ন ভারতীয় মুসলিম দের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ।বিজেপি সরকারের তবে বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে বা বাংলাদেশি দের রোহিঙ্গা মুসলিমদের কোনোমতেই ছাড় দেওয়া হবে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বলেছেন অসমের হিন্দুদের সুরক্ষা দেওয়া হবে। দেখল করা জমি উদ্ধার করা হবে। তিনি বলেন২০১৪ সালের আগে বাংলাদেশ, পাকিস্থান ,আফগানিস্থান থেকে এদেশে এদেশে এসেছে তাদের আইন সুরক্ষা দেবে। চিন্তার কারন নেই।অমুসলমানদের বিরুদ্ধে সব বিদেশি নোটিশ প্রত্যাহার,। অন্য এক সাংবাদিক সম্মলনে মুখ্যমন্ত্রী ২০২৫ বছর কে গ্রন্থ বছর হিসাবে ঘোষণা করে প্রতিজন সরকারি কর্মচারীকে বই কেনাকে বাধ্যতামূলক করেছেন। প্রতি জেলাতে বই মেলা করার জন্যে ৫লাখ টাকা করে অনুদান দেবে কথা ঘোষণা করেছেন প্রতিজন যুব লেখক কে আর্থিক অনুদান দেবে সরকার।।
Comments
Post a Comment