লোকসভায় তৃণমূল কংগ্রেস দলের নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায
অমল গুপ্ত ,কলকাতা : তৃণমূল কগ্রেস দলের লোকসভা নেতা নির্বাচিত হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ,তিনি সুদীপ বন্দ্যাপায়ায় অসুস্থতার জন্যে দল ছাড়লেন দলের মুখা সচেতক হিসাবে কল্যাণ বন্দ্যাপাধ্যয় পদ ছাড়লেন। তৃণমূল দলের যুব প্রজন্ম অভিষেক কে লোকসভার নেতা বানাতে চাইছিলেন। চিফ হুইপ হিসাবে কল্যাণ পদ ছেড়ে বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ লোকসভায় সমন্বয় অভাব।সংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বিবাদের জেরে কল্যাণ পদ ছাড়েন। বলে সংবাদ সূত্রে জানা গেছে।
Comments
Post a Comment