গাজায় নিহত সাংবাদিকের অন্তিম বার্তা বিশ্ববাসীর কাছে
এ আমার শেষ বার্তা। যদি এটি আপনাদের কাছে পৌঁছোয়, জানবেন আমাকে মেরে ফেলেছে ইজরায়েল। আমার কন্ঠরোধ করেছে। শান্তিতে থাকুন। অধিকৃত আসকালানে আমার পরিবার রয়েছে। আশা করেছিলাম, তাঁদের কাছে ফিরতে পারব। অনেক যন্ত্রণা সহ্য করেছি। কিন্তু কখনও সত্যের পথ থেকে সরে আসিনি। গাজার মানুষের জন্য আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন সেই সব শিশুর জন্য, ইজরায়েলের বোমা যাদের টুকরো করে দিল আর যাদের দেহাবশেষ ছিটকে গেল দেওয়ালে। সীমান্ত যেন আপনাদের প্রতিবাদের পথে বাধা হয়ে না দাঁড়ায়। গাজাকে ভুলবেন না।
গাজায় নিহত সাংবাদিক আল-শরিফের শেষ বার্তা।
Comments
Post a Comment