জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের দিনে নেপালে কয়েকদিন
অমল গুপ্ত ,১৪ আগস্ট, কান্দি জেল রোড: আজকে পবিত্র জন্মাষ্টমী । এই শুভ দিনে নেপালের পোখরা সিটি তে কাটিয়েছিলাম সে এক অদ্ভুত অভিজ্ঞতা।বছর দুয়েক আগে সিলিগুড়ি হয়ে ৬০০ কিলোমিটার বাস জার্নি।শুধুই সবুজ পাহাড় আর জঙ্গল সংরক্ষিত বনাঞ্চল দিয়ে রাতের আঁধার ভেদ করে বাস জার্নি বাসের আগে আগে পুলিশি নিরাপত্তা গাড়ি। দ্বিতীয় দিন দুপুর নাগাদ বিরাট বড় শহর পোখরা নেপালের একমাত্র বড় পর্যটন শহর ,বাইরের পর্যটক দের শহর। সেদিন শহরে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উৎসব শুরু হয়ে গেছে।দেওয়াল দেওয়ালে পোস্টার জন্মাষ্টমী উৎসব কে স্বাগত জানিয়েছে মুসলিম সমাজ।যা ভাবা যায়না ভারতে। রাতভর কৃষ্ণ বন্দনা সংকীর্তন ,নাম গান। ঘরে ঘরে পুজো অর্চনা। বিশাল বিশাল শোভা যাত্রা বেরিয়েছে। বাস গুলিকে দেখলাম হিন্দু দেবদেবীর নামে শ্রীকৃষ্ণ ,পার্বতী ,দুর্গা , কালী , ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে।আর শিব তো নেপালের মাথায় বিরাজ করছে পাহাড় পর্বত জায়গায় শিবের স্তুতি করে স্লোগান।লেখা হয়েছে। অধিকাংশ বাড়ি ঘরের নাম শিবের নামে।বেশি বাড়াবাড়ি মনে হলেও এটাই নেপালের হিন্দু পরম্পরা এই পরম্পরা নেপাল কে নিজস্ব স্বকীয়তা প্রদান করেছে। নেপাল তিন কোটির দেশ মুসলিম মাত্র ৬ শতাংশ।তারপর বৌদ্ধ খ্রিষ্টান ইত্যাদি প্রায় ৯০ শতাংশ হিন্দু ধর্মের হলেও রাষ্ট্র সংঘ আজও হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে দেয়নি।স্বেত শুভ্র অন্নপূর্ণা পাহাড়ের বরফ ঘেঁষা১১ হাজার মিটার উচ্চতায়, বিশাল শহর থেকে ১২,১৫ দূরে অর্ণপূর্ণা রিসোর্ট পাঁচ হাজার মিটার ওপরে অবস্থিত।রিসোর্ট এর ১০০ শতাংশ বিদেশি পর্যটক।মূলত জার্মান কানাডা মঙ্গোলিয়া ইত্যাদি সবাই ছাত্র।তাদের জিজ্ঞাসা করলাম নেপালে কেন এসেছ জবাব ভারতের আত্মাকে জানতে, ভারতের সংস্কৃতি ভাষা যোগ তপস্যা সাধনার সঙ্গে পরিচয় করতে।বার বার তারা ভারতের নাম নিচ্ছিল নেপালের নয়।আমারে এক বন্ধুর রিসোর্টে চা, কফি গাছে প্রস্তুত হচ্ছে জল পাহাড়ের ঝর্নার দুধ ঘি দই ঘরে প্রস্তুত ১০০ শতাংশ অরগ্যানিক।ভেজাল কিছুনেই। নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু রাষ্ট্র ঘোষণা থেকে বিরত আছে । করছে কোনো রাজনৈতিক কারণ ।বিশ্বের মুসলিম লবির চাপে বলে অনেকের ধারণা। নেপালে জাতীয় আয়ের ৯০ শতাংশ আসে পর্যটন জলবিদ্যুৎ থেকে। পোখরা শহরে হাজার হাজার কোচিং সেন্টারে জাপানিজ কানাডা ,অস্ট্রেলিয়া ভাষা শেখানো হচ্ছে।ভাষা শিখযে ছাত্রদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে।।
Comments
Post a Comment