পাঁচ গ্রাম পেপার মিল ধংস এবার শিলচর মেডিক্যাল কলেজ ধংসের পথে

নয়া ঠাহর, সংবাদদাতা: শিলচর

পাচগ্রাম কাগজ কলের মতো শিলচর মেডিক্যাল কলেজের ধ্বংসের চক্রান্ত করছেন একাংশ বরাকবাসী, ভাংচুর কান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হল বিডিএফ।

সম্প্রতি গভীর রাতে একদল দুষ্কৃতী  শিলচর মেডিক্যাল কলেজের নয়টি মূল্যবান ডায়ালাইসিস মেশিন ভাংচুর করেছে। এতে স্বল্পমূল্যে চিকিৎসারত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা গভীর সমস্যায় পড়েছেন। সমগ্র ব্যাপার নিয়ে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে যখনই এখানে কোন প্রতিষ্ঠান ভালোভাবে চলতে শুরু করে তখনই অন্তর্ঘাত চালিয়ে তাকে বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয় স্থানীয় কিছু ন্যস্ত স্বার্থান্বেষী মহল। তিনি বলেন পাঁচগ্রাম কাগজকল, আসাম বিশ্ববিদ্যালয়ের মতো এবার শিলচর মেডিক্যাল কলেজও একই চক্রান্তের শিকার হচ্ছে, এ অতি দুর্ভাগ্যের বিষয়। তিনি বলেন এই ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির ব্যাবস্থা না করলে ভবিষ্যতে এই ধরনের আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তাই অবিলম্বে জেলা প্রশাসনকে সতর্ক হতে হবে।

প্রদীপ দত্তরায় এদিন আরো বলেন যে শিলচর মেডিক্যাল কলেজের বর্তমান অধ্যক্ষ একজন সৎ,সজ্জন এবং কর্মদক্ষ ব্যাক্তি। তাঁর পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে এই মেডিক্যাল কলেজের উন্নয়ন হয়েছে। দুর্ণীতির যে অসাধু চক্র এই প্রতিষ্ঠানে আসর গেড়ে বসেছিল বর্তমান অধ্যক্ষের তৎপরতায় তা অনেকাংশে প্রশমিত হয়েছে। এবং তাঁর ভাবমূর্তিকে বিনষ্ট করার লক্ষ্যেই এই ধরনের ভাংচুর চালানো হয়েছে,এটা নিশ্চিত। তিনি বলেন যে মেডিক্যাল কলেজের একাদশ আধিকারিক ও কর্মী এই ঘটনার সাথে জড়িত বলে তাঁদের কাছে খবর রয়েছে। বিডিএফ মূখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে এর আগে অধ্যক্ষ থাকাকালীন বিশিষ্ট চিকিৎসক সুজিত নন্দী পুরকায়স্থের বাড়িতেও এইভাবে হামলা চালানো হয়েছিল। তিনি বলেন স্থানীয় বেসরকারি নার্সিং হোম ব্যাবসায়ীদের যোগসাজশ যদি এই ব্যাপারে থেকেও থাকে তবে তা বর্তমান অধ্যক্ষের অবমাননা ও তাদের স্বার্থ উদ্ধার দুই বিষয় একই সাথে সম্পাদিত করা অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্যে নিয়োজিত হয়েছে।

প্রদীপ দত্তরায় এই ব্যাপারে যথাযথ তদন্ত শেষ করে এর সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে এদিন দাবি জানিয়েছেন।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ