আলজারীরার ৫ সাংবাদিক নিহত

নয়া ঠাহর ,১১ আগস্ট : কলকাতা: গাজার যুদ্ধক্ষেত্রে খবর  সংগ্রহ করতে গিয়ে  আল জারীরা  টিভি চ্যানেল এর পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। ইজরায়েলের আক্রমণে ফলে নিহত হোন বলে নিউজ লাইফ বাঙলা সূত্রে জানা গেছে। সাংবাদিকদের তাঁবু লক্ষ করে নেতানিয়ু সেনাদের আক্রমণ বলে জানা গেছে। দুদিন আগে বাংলাদেশের এক সাংবাদিক তুহিন  ছবি ,দুর্নীতির বিরুদ্ধে খবর করতে গিয়ে নিহত হোন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ