তিলোত্তমা হত্যার একবছর পূর্তি ঘিরে কলকাতা কে দুর্গ বানানো হচ্ছে

'সারা বছর 
 ভুলব না সেই রাতের কথা'
 ঘটনাক্রম ২০২৪
  ৯ আগস্ট:  কলকাতা আর জি কর মেডিকেল কলেজে এক চিকিৎসক তরুণীকে হাসপাতালে খুন, ধর্ষণ।
১০ আগস্ট: গ্ৰেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়।
 ১৩ আগস্ট: সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।
১৪ আগস্ট: রাত দখলের রাতে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর।
 ১৮ আগস্ট: চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণে স্বতঃপ্রণোদিত মামলা নিল সুপ্রিম কোর্ট।
২ সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্ৰেফতার আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
 ১৪ সেপ্টেম্বর: গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।
 ২৯ নভেম্বর: আর জি কর খুন-ধর্ষণ মামলার চার্জশিট।
 ১৩ ডিসেম্বর: জামিন পেলেন অভিজিৎ মণ্ডল।
 ২০ জানুয়ারি: সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের রায়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ