ত্রিপুরা সরকার ৫ হাজার ,অসম ৮ ,পশ্চিমবঙ্গ আড়াই হাজার ,বিহার ১৫ হাজার সাংবাদিক পেনশন দিচ্ছে
অমল গুপ্ত ১ আগস্ট ,কান্দি জেল রোড: গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক রা অবহেলার শিকার পশ্চিমবঙ্গে। ৬৫ বছরের উর্দ্ধে সরকারের অনুমোদনপ্রাপ্ত আক্রিডিয়েটেড সাংবাদিকদের মাসে মাত্র ২৫০০,-৩০০০ টাকার পেনশন দেওয়া হয়। অসম সরকার ৬০ বছরের বেশি সরকারি অনুমোদন প্রাপ্ত সাংবাদিকদের মাসে ৮ হাজার টাকা পেশান দেওয়া হচ্ছে। আক্রিডিটেড সাংবাদিকদের চিকিৎসা সব ফ্রী,সার্কিট হাউস ,অসম হাউস এ সুবিধা দেওয়া হয়। বছরে ২০ জন সাংবাদিক কে পেনশন দেওয়া হচ্ছে। ত্রিপুরা সরকার মাসে ৫হাজার টাকা পেনশন দিচ্ছে।আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সুবল কুমার দে এই খবর দেন।জানান সাংবাদিকদের ১০ হাজার টাকা পেনশন দেওয়ার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। বিহার সরকার অনুমোদন প্রাপ্ত সাংবাদিকদের ১৫ হাজার টাকা পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর পারিবারিক পেনশন ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার করেছে।মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন এই বৃদ্ধির ফলে অবহেলিত শ্রেণীর সাংবাদিকরা জীবন জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত হবে। মুর্শিদাবাদ জেলার মাত্র তিনজন সাংবাদিক পেনশন পাচ্ছেন। নাগাল্যান্ড মেঘালয়, মিজোরাম সহ উত্তর পূর্বের সাংবাদিকরা ও পেনশন পাচ্ছেন। তাদের প্রেস ক্লাবের ভবন ও উন্নত। ভারতবর্ষে শিক্ষার হার এক নম্বরে উত্তরের পাহাড়ি ক্ষুদ্র রাজ্যে মিজোরাম ৯৮ শতাংশ। নির্বাচনের সময় মারা কাটাকাটি হয়না। দেওয়াল জুড়ে নীতিহীন রাজনীতির পোস্টার লাগানো হয়না। শান্ত নিরবে গনতন্ত্রের পুজো ও প্রচার চালানো হয়। দেশের আর্দশ রাজ্য ।শব্দ দূষণ দেওয়াল দূষণ নেই।
Comments
Post a Comment