মণিপুর জ্বলছে ,বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব রতন থিয়েম রবীন্দ্র সঙ্গীত শুনছেন তার নাতনির
নাতনির গান শুনছেন দাদু
মণিপুরে ছাত্রী রবীন্দ্র সংগীত শোনাচ্ছেন তার দাদুকে। ভারতের সাংস্কৃতিক ঐক্যের প্রতি এক হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি হিসেবে, মণিপুরের তরুণী গুঞ্চেনবি , যিনি একজন ধ্রুপদী নৃত্যাশিল্পী এবং লোকশিল্পীর কন্যা, তার অসুস্থ গুরু, থিয়েটার কিংবদন্তি রতন থিয়ামের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের "ওরে গৃহবশী এবং" বেলা বয়ে জায়" গানটি গেয়েছেন। যা বাঙালিদের অবাক করবে বাংলা ভাষা শুনে।
Comments
Post a Comment