বাংলাদেশে ভাঙা হল উপেন্দ্রকিশোরের বাড়ি

বাংলাদেশে ভাঙা হল উপেন্দ্রকিশোরের বাড়ি 
 ইটের তৈরি একতলা বাড়ি। প্রশস্ত উঠোন। জরাজীর্ণ বাড়িটি ইদানীং ছেয়ে গিয়েছিল লতাগুল্মে।
 বাংলাদেশের ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক সেই বাড়িটি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে।
  শিশুসাহিত্যিক মুদ্রণের অগ্ৰপথিক, 'সন্দেশ' পত্রিকার প্রতিষ্ঠাতা উপেন্দ্রকিশোর দীর্ঘ দিন ওই বাড়িতে বাস করেছেন। দেড়শো বছরের পুরনো ওই বাড়িটির মালিক ছিলেন উপেন্দ্রকিশোরের পালক পিতা জমিদার হরিকিশোর রায়। ১৯৮৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত একতলা বাড়িটি বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ময়মনসিংহ জেলার সদর দফতর হিসেবে ব্যবহৃত রয়েছে। শিশু অ্যাকাডেমিই বাড়িটি ভেঙে পাঁচ তলা বহুতল তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

রূপনগর সেবা মন্দিরের পাবলিক নামঘর উন্মোচন

বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে সত্যজিৎ রায়ের জন্মভিটা রক্ষার আহ্বান ভারতের