পুজো কমিটিগুলোকে ১লাখ ১০ হাজার, মোট ৪৯৮ কোটি ৬৯,৬০ ০০০ টাকা , ৪৫ হাজার পুজো
পুজোয় ফের লক্ষীলাভ ৪৫ হাজার পুজো ,
মৌমিতা দাস : কান্দি জেল রোড
গত বছর কথা দিয়েছিলেন পুজো উদ্যোক্তাদের, সরকার সাহায্যের টাকা ৮৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করে দেওয়া হবে এ বছর। আদতে সেই প্রতিশ্রুতি কেও ছাপিয়ে গেল এ বছরের পুজো অনুদান। ৮৫ হাজার থেকে এক লাফে ২৫ হাজার টাকা বেড়ে পুজো প্রতি অনুদান দাঁড়াল এক লক্ষ দশ হাজার টাকায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরকারি সমন্বয় বৈঠকে রীতিমতো দর কষাকষির কায়দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন "আগের বার ৮৫ হাজার করে দিয়েছিলাম। এ বার নব্বই করি"
শোরগোল পড়ল সভাকক্ষে। এর পর মুখ্যমন্ত্রী বলেন আচ্ছা দেখি কারা কী চায় নব্বই। পঁচানব্বই এক। একটু থেমে মুখ্যমন্ত্রী এর পরে ঘোষণা করেন আচ্ছা ১ লক্ষ ১০। খুশি তো?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা এবং রাজ্য পুলিশ এলাকা মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ হাজার পুজো হয়। সেই সংখ্যা একই থাকলে এ বছর সরকারের মোট খরচ হবে ৪৯৮ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা। এর সঙ্গেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড়ের কথা। জানিয়েছেন দমকল সহ সমস্ত সরকারি ফি মকুব করার কথা। সবটা ধরলে আর্থিক সুবিধার পরিমাণ আরও বেশি হবে বলে পুজো উদ্যোক্তাদের দাবি।
পুজোর অনুদান বাড়িয়ে এক লক্ষ ১০ হাজার টাকা হল। সেই সঙ্গে বিদ্যুৎতের ছাড় ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। এ ছাড়া দমকল সহ অন্য পরিষেবা মিলবে নিখরচায়। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে এমন ঘোষণা করায় খুশির হাওয়া জেলার পুজো কমিটিগুলির মধ্যে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, রাজ্য জুড়ে নানা সমস্যা রয়েছে, সেই সব খাতে টাকা না দিয়ে কেন পুজো অনুদান বাড়ানো হচ্ছে? বিদ্যুতের বিল ৮০ শতাংশ মকুব করা হবে। মিড ডে মিলের বরাদ্দ বাড়েনি।বিপুল ঘাটতি চলছে।
Comments
Post a Comment