বাংলদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে
নয়া ঠাহর ,কলকাতা :বাংলদেশে সংখ্যালঘু বাঙালি হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে,বঙ্গের মুসলিম সমাজ চুপ । তৃণমূল বাঙালি বাঙালি বলে প্রতিবাদ আন্দোলনের ডাক দিচ্ছে। এই বাঙালির অধিকাংশ বাংলাদেশের মুসলিম সম্প্রদায় , বা বাংলাদেশি,তাদের ভাষা বাংলা। বাংলদেশে ঠাকুর গোঁ,রং পুর, গঙ্গা ছোড়া, কুমিল্লা গোপাল গঞ্জ, ইত্যাদি জেলাতে ধর্ষণ বাড়ি ঘর লুটপাট চলছে।ইউনূস সরকার নীরব দর্শক। আমাদের প্রধানমন্ত্রী তাদের খবর রাখেন না। গতকাল এক হিন্দু মহিলাকে উলংগ করে ধর্ষনের চাবি ভাইরাল করেছে দুষ্কৃতীরা।কোনো শাস্তি নেই।এবার বাঙলা নীরব। এই ভাবেই দেশ চলছে।
Comments
Post a Comment