বিহারের সাংবাদিক দের মাসিক পেনশন ,১৫০০০ টাকা

অমল গুপ্ত, কান্দি জেল রোড:২৭ জুলাই  অসমে সাংবাদিকদের মাসিক পেনশন ৮ ০০০ টাকা ,আরো ২হাজার টাকা বাড়বে বলে সরকার আশ্বাস দিয়েছিল কিন্তু আজও  বাস্তবায়িত হয়নি। পশ্চিমবঙ্গে সাংবাদিকরা মাসে ২৫০০ থেকে ৩০০০ টাকা মাসিক পেনশন  পান। বিহার সরকার অনুমোদিত সাংবাদিকদের ১৫০০০ টাকা মাসিক পেনশন ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী  নীতিশ কুমার তার  এক্স হ্যান্ডেল  গতকাল এই ঘোষণা করেন। আগে ৬০০০ করে পেনশন পেতেন। বাড়ানো হল  ।বিহার   পত্রিকা  সম্মান  প্রকল্প অধীন এই পেনশন ঘোষণা করা হয়। সাংবাদিক মারা গেলে তার পরিবারকে ৩ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে  বিহার সরকার।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ