এবার কোচবিহারের বাঙালি হিন্দুকে অসমে সরকারের বিদেশী নোটিশ
অমল গুপ্ত ,কলকাতা ২৩জুলাই: তৃণমূল সরকারের অভিযোগ মিথ্যা নয় আবার অসম সরকারের বিদেশী নোটিশ পেলেন উত্তর বঙ্গের বাঙালি কন্যা , তৃণমূল সরকার বাঙালি শব্দ কে হাতিয়ার করে পথে নেমেছে।২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে বাংলা ,বাঙালি বাঁচাও আন্দোলন শুরু করবে। কোচবিহারের ফালা কাটার বাসিন্দা অঞ্জলী শীল কে অসম সরকার এন আর সি নোটিশে পাঠিয়েছে।এর আগে উত্তম ব্রজবাসীকে নোটিশ ধরানো হয়েছিল।
Comments
Post a Comment