বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে সত্যজিৎ রায়ের জন্মভিটা রক্ষার আহ্বান ভারতের

অমল গুপ্ত : ১৬ জুলাই ,,কান্দি জেল রোড:   ভারতের  চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন সত্যজিৎ রায় ,তার আদি বাসভবন বাংলাদেশের ময়মনসিংহ জেলার আদি নিবাস ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার।ভারত সরকার স্মৃতি ভবন টি না ভেঙে  সুরক্ষার অনুরোধ করেছে ভারত সরকার। ভারতের উজ্জ্বল পুরুষ উপেন্দ্র কিশোর ,সুকুমার  রায়,  সত্যজিৎ রায়ের মত প্রমুখ দের  জন্ম ভিটা  রক্ষার  দাবি জানিয়েছে ভারত সরকার।এর আগে ভারত বন্ধু মুজিবর রহমান ,বিশ্বকবি রবীন্দ্রাথ ঠাকুরের  প্রতিমূর্তি ভেঙে ফেলে ইউনূস বাহিনী। টা রক্ষার চেষ্টা করা হয়নি।বাংলাদেশীদের সভ্য জাতি বলে মনে করতাম তারা  বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিমূর্তি ভেঙে গুঁড়িয়ে দেয় ,মূর্তিতে থুথু দেয়,  প্রস্রাব করে , নেতাজি সুভাষ বিবেকানন্দের  রক্তের বাঙালি হিন্দু  রমনীদের ধর্ষণ করে , সেই  বাংলাদেশী   কলকাতার বুকে  আশ্রয় খুঁজতে   ছাইছে , লজ্জা নেই ,ধিক     বাংলাদেশী।  সেই জাতিকে সভ্য বলা যায় কি? 

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

রূপনগর সেবা মন্দিরের পাবলিক নামঘর উন্মোচন