নাগরিক অধিকার সুরক্ষা কমিটির দাবি

নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় কমিটি, আসাম
 
নয়া ঠাহর সংবাদ দাতা
আজ দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দুটি পৃথক স্মারকপত্র কাছাড় জেলার আয়ুক্ত মৃদুল যাদব মারফত প্রেরণ করে নাগরিক অধিকার সুরক্ষা সংগ্রাম কমিটি, আসাম এর কেন্দ্রীয় কমিটি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা স্মারকপত্রে দাবি জানানো হয় যে রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের সরকারি খাস জমি থেকে উচ্ছেদের নামে যে অমানবিক ও বেআইনি কার্যকলাপ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। রাজ্যের দরিদ্র এবং অসহায় প্রকৃত ভারতীয় নাগরিকদের পুনর্বাসনের সুযোগ ও তাদের অগ্রিম নোটিশ প্রদান না করে প্রশাসনের পক্ষ থেকে বল প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করে বলা হয় যে রাজ্যের কোথাও বিদেশী নাগরিক থাকলে নাগরিকত্ব আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সনাক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। কিন্তু বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। এসব কার্যকলাপের ফলে দেশের সংবিধানের মূল সিদ্ধান্ত এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশাবলীর অবমাননা হচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
অনুরূপভাবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রে বলা হয় যে অবিলম্বে ভারতের রেজিস্টার জেনারেলকে এন আর সি এর নোটিফিকেশন জারি করে আসামের ৩ কোটি ১১ লক্ষ নাগরিকের নাগরিকত্বের বৈধতা প্রদানের তালিকা প্রকাশ করতে হবে। তাছাড়া তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ১৯ লক্ষ নাগরিকদের রিজেকশন স্লিপ প্রদান করে পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় তাদের নাগরিকত্ব যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। ভারতের নির্বাচন কমিশনার আসামেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি নেওয়ার খবরের তীব্র বিরোধিতা করে বলা হয় যে যেহেতু ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৬০০ কোটি টাকা সরকারি অর্থ ব্যয়ে জনগণের নাগরিকত্ব প্রমাণের নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে এর ভিত্তিতে ২০১৯ সালের ৩১শে আগস্ট এন আর সি এর চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয় তাই আসামে বিহারের মতো বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন করে সরকারি অর্থের অপচয় এবং জনগণকে অহেতুক হয়রানির মুখে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু লাভ হবে না। স্মারকপত্রে এও উল্লেখ করা হয় সুপ্রিম কোর্টে এখন আর এন আর সি সংক্রান্ত কোন মামলা নেই তাই আরজিআই এর এনআরসির নোটিফিকেশন জারির ক্ষেত্রেও কোনো বাধা নেই। নাগরিকত্ব প্রমাণের জন্য এতবড় নথি যেখানে আরজিআই এর হাতে রয়েছে তাই ভারতের নির্বাচন আয়োগকে আসামের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের করানোর কোনো যৌক্তিকতা নেই। স্মারকপত্রে এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। স্মারকপত্র দুটোতে স্বাক্ষর করেন নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় কমিটি, আসাম এর কো- চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি যথাক্রমে শিহাব উদ্দিন আহমেদ, সুব্রত চন্দ্র নাথ, অন্যতম সম্পাদক আইনজীবী আব্দুল হাই লরায়, আইনজীবী আলী রাজা ওসমানী এবং সঞ্জীব রায়। 
সংবাদদাতা
অজয় রায়

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ