অপারেশন সিন্দুর নিয়ে আজ সংসদে বাদল অধিবেশনে চর্চা,আজ বিজয় উৎসব : প্রধানমন্ত্রী
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,২১ জুলাই: প্রধানমন্ত্রী আজ সংসদের প্রথম দিন অপরেশন সিন্দুর এর সফলতা নিয়ে ভাষণ দেন। দেশের বিকাশ যাত্রা তে দল মত নির্বিশেষে সহযোগিতা কামনা করেন। অভিযানের সফলতা নিয়ে বলেন দেশের এই অভিযান আজ মেড ইন ইন্ডিয়া রূপ পরিগ্রহ করেছে। ভারতের মর্যাদা আজ বিশ্বে সমাদৃত। হচ্ছে।ভারতের অর্থ ব্যবস্থা চতুর্থ স্থানের দিকে এগোচ্ছে। অর্থনীতি স্বনির্ভর হয়েছে।লন্ডন হওয়ার প্রাক্কালে মোদি বাদল অধিবেশনে ভাষণ দেন।
Comments
Post a Comment