আচমকা ইস্তাফা দিলেন উপরাষ্ট্রপতি জগদীশ ধনকার
আচমকা ইস্তফা দিলেন ধনখড়
বাদল অধিবেশনের প্রথম দিনেও তুখোড় 'ফর্মে' তিনি। বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ বিতর্কে বিরোধীদের বাউন্সার আগাম আঁচ করে নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন। আর সেই তিনি, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ছয় ঘণ্টা পরেই নাটকীয় ভাবে পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন। রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে আজ তিনি জানিয়ে দিলেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না। স্থাস্থ্যকে অগ্ৰাধিকার দিয়ে তিনি অবসর নিচ্ছেন।
বেশ কিছু সময় ধরেই চিকিৎসা চলছিল ধনখড়ের। বেশ কয়েক বার হাসপাতালেও ভর্তিও হন। তাই বিরোধীরা বিচারপতি বর্মার অপসারণের প্রস্তাব তৈরি করেও শেষ পর্যন্ত আনেননি। প্রধানমন্ত্রী এবং আরএসএসের ঘনিষ্ঠ বলে পরিচিত ও কংগ্রেস-তৃণমূলের মতো বিরোধীরা ঘরোয়া ভাবে যাঁর বিরুদ্ধে রাজ্যসভার কক্ষে আরএসএসের ভাবধারা প্রচারের অভিযোগে সরব, সেই ধনখড়ের এই নাটকীয় অবসর ঘোষণা বাদল অধিবেশনের প্রথম দিনের সন্ধ্যায় অনেক প্রশ্নের জম্ম দিয়েছে।
Comments
Post a Comment