মালেগাঁও প্রজ্ঞা -সহ সাত মুক্ত

মালেগাঁও প্রজ্ঞা -সহ সাত মুক্ত

 দীর্ঘ সতেরো বছর বাদে মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রঞ্জা সিংহ ঠাকুর -সহ সাত অভিযুক্তকেই প্রমাণের অভাবে মুক্তি দিল বিশেষ এনআইএ আদালত। আজকের ওই সিদ্ধান্তকে এক দিকে হিন্দুত্বের জয়' বলে আখ্যা দিচ্ছে বিজেপি। অন্য দিকে তাদের দাবি এর ফলে কংগ্রেসের আনা গেরুয়া সন্ত্রাসের অভিযোগ ভিত্তিহীন হয়ে পড়ল। কংগ্রেসের পাল্টা প্রশ্ন, এঁরা যদি নির্দোষ হন, তা হলে বিস্ফোরণ ঘটাল কারা?
    গত ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিকের কাছে মালেগাঁও-তে হওয়া একটি বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তে নামে মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা ঘটনাস্থল থেকে একাধিক মোটরসাইকেল উদ্ধার করা হয়, যাতে বিস্ফোরক রাখা ছিল। তদন্তকারীরা পরে আদালতে জানায়, দু'টি মোটরবাইকের চাসি নম্বর উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সাধ্বী প্রজ্ঞার। গ্ৰেফতার হন সাধ্বী। যদিও শেষ পর্যন্ত মোটরবাইকটি প্রজ্ঞার কি না, তা প্রমাণে ব্যর্থ হন তদন্তকারীরা বিস্ফোরক জোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতকেও। সন্ত্রাসের ওই ঘটনায় নাম জড়িয়ে যায় একটি হিন্দুত্ববাদী দলেরও।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ