নাবালিকা মায়ের সংখ্যা বাড়ছে
নাবালিকা মাতৃত্বের হার বাড়ছে, উদ্বেগ
মৌমিতা দাস, কান্দি জেল রোড
বছর খানেক আগে এক নাবালক পালিয়ে গিয়ে পড়শি নাবালিকাকে বিয়ে করেছিল। বর্তমানে বছর পনেরোর ওই নাবালিকা দু'মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার খবর পেয়ে সম্প্রতি মুর্শিদাবাদের শিশু কল্যাণ কমিটি ওই নাবালিকাকে উদ্ধার করে একটি হোম পাঠিয়েছে। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকাকে মুর্শিদাবাদের একটি থানার পুলিশ গ্ৰেফতার করেছে। ওই নাবালকের বিরুদ্ধে বাল্য বিবাহ রোধ আইন এবং ৬ পকসো ধারায় মামলা করা হয়েছে। সেও জেলার একটি আদালতের নির্দেশে হোমে রয়েছে।
অন্তঃসত্ত্বা নাবালিকাকে উদ্ধারের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, জেলায় বাল্য বয়সে মা হচ্ছে কত সংখ্যক নাবালিকা? মুর্শিদাবাদ জেলা প্রশাসক সূত্রের খবর, জেলায় নাবালিকা মায়ের হার ২৫-২৭ শতাংশ। সাড়ে এগারো বছরের নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে এমন নজিরও রয়েছে মুর্শিদাবাদে। আর নাবালিকা বয়সে অন্তঃসত্ত্বা হওয়া রুখতে উদ্যোগী হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন।