রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ মুসলিম বিরোধী নয় হিন্দ-ু মুসলিম উভয় কে চলা বিচার ধারা তে বিশ্বাসী: মোহন ভাগবত


অমল গুপ্ত ,কলকাতা: ভারতবর্ষ  হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠীর দেশ  ,দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার  রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার  লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বে আইনি  অনুপ্রবেশকারী  রোহিঙ্গা মুসলিম  ,বে আইনি  অনুপ্রবেশকারী দের  এই দেশে   আশ্রয় দেওয়ার বিরোধী সংঘ পরিবার। সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবত এই কথা স্পষ্ট করে দিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ