দেশের সর্বোচ্চ আত্মত্যাগ করা বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু কে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অমল গুপ্ত ,২৮ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনপ্রিয়" মন কি বাত" নামে বেতার বার্তায় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু কে স্মরণ করেন। বলেন তাঁর আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী রবিবার মন কি বাত অনুষ্ঠানে বলেন১৯০৮ সালে ১১ আগস্ট বিহারের মজ ফরপুর জেলে ১৮ বছরের যুবক ক্ষুদিরাম কে ফাঁসি দেওয়া হয়েছিল।ইংরেজদের বিরুদ্ধে তার দেশ প্রেম গোটা দেশে তোল পার ফেলে দিয়েছিল বুকে আগুন চোখের জলে বিপ্লবী কে বিদায় জানানো হয়।দেশের স্বাধীনতা লড়াইকে শক্তি শালী করেছিল।যুব সম্প্রদায়ের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছিল। আজকের যুব সমাজ ক্ষুদিরামকে ভুলেই গেছে। চট্টগ্রাম এ ক্ষুদিরামের স্বাধীনতার জন্যে লড়াই সারা বিশ্বে বাঙালিদের মনে গেঁথে গেছে। বিহারের মজফর পুর জেলে ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে তোলার আগে তার হাড়গোড় ভেঙে ফেলা হয়, সব দাঁত উপড়িয়ে ফেলা হয়। বস্তা বন্দী করে তার দেহ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হয়। আজকের বাঙালি মেরুদণ্ডহীন বাঙালি বিপ্লবীদের কথা ভুলেই গেছে। প্রধান মন্ত্রী তার মনের কথা তে মহাকাশ অভিযান সেরে ফেরা সুভাঙ্গসু শুক্ল র নাম করে বলেছেন তার নিরাপদে পৃথিবীতে বলেন ফেরার পর দেশের শিশুদের মধ্যেও মহাকাশে যাবার আগ্রহ বে রেছে।দেশের শিশুরা ও মহাকাশ বিজ্ঞানী হতে চাইছে। বলেন পাঁচবছর আগে মহাকাশে৫০ টি মত "স্টার্ট আপ" ছিল এখন বেড়ে হয়েছে দুশর বেশি হয়েছে। প্রধান মন্ত্রী অসমের কাজিরাঙ্গা উদ্যানের পাখির সংখ্যা বেড়েছে শুধু চড়ুই পাখির নতুন প্রজাতি ৪৩ ধরনের সন্ধান পাওয়া গেছে।এই চুড়ুই ক্রমশ বিলুপ্ত হচ্ছে।
Comments
Post a Comment