৮'৮ রিখটার স্কেলে ভূমিকম্প কামচটকা থেকে জাপান

ভূকম্প সুনামির ঢেউ 

কাঁপল কামচাটকা, জের জাপান থেকে আমেরিকায়।
  আজ সকালে আচমকাই তীব্র ভাবে কেঁপে উঠল রাশিয়ার একেবারে পূর্বে কামচাটকা উপদ্বীপের মাটি। রিখ্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৮.৮। বিশেষঞ্জেরা জানাচ্ছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী ভূমিকম্প এটি। এর জেরে আছড়ে পড়েছে সুনামিও। আমেরিকান ভূতত্ত্ব সর্বক্ষেণ সংস্থা জানিয়েছে, প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চলগুলোতে বাসিন্দাদের সুনামির জন্য আগাম সতর্ক করা হয়েছে। বিশেষ ভাবে সাবধান করেছে রাশিয়া ও জাপানকে। কামচাটকায় ইতিমধ্যে ১০ থেকে ১৩ ফুট ঢেউ উঠেছে। জাপানে ন'লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ন
নিয়ে গিয়েছে প্রশাসন। বিপদ-তালিকায় রয়েছে আমেরিকাও। চিন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামি-সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ