২০ বছর পর হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন না , মিঞা মুসলিম থাকবে বলছেন মুখ্যমন্ত্রী
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা: অসমে আগামী ২০ বছর আমি থাকবো না ,কিন্তু মিঞা মুসলিমরা থাকবে। হোজাই, বরপেটা ইত্যাদি জায়গায় লাভ জেহাদ চলছে।হিমন্ত আরো বলেন তার মত সত্যি কথা বলার সৎসাহস কারো নেই। অসমের জনবিন্যাস পাল্টিয়ে গেছে। বাংলাদেশি তে ভরে গেছে।জমি জবরদখল চলছে।তার সতর্কবার্তা এখনো সময় আছে অসমীয়া মানুষ সতর্ক হোন সাবধান হোন।নতুবা নিজ দেশে পরবাসী হতে দেরি লাগবে না।এখন বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অসমের মুখ্যমন্ত্রী চর্চার কেন্দ্র বিন্দুতে। তাঁর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য নাথের তুলনা করছে । দুজনেই বুল ডজার মাস্টার। বাংলাদেশি সম্পর্কে কড়া অবস্থান নিয়েছেন তিনি বলেন যে পাকিস্তানকে সমর্থন করবে তাকেই গ্রেফতার করা হবে।
Comments
Post a Comment