আজিজুলের জীবনাবসান
বামপন্থী চিন্তাবিদ ও প্রাক্তন নকশাল নেতা আজিজুল হক ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দুর্ঘদিন অসুস্থ দিলেন আজিজুল। সম্প্রতি বাড়িতেই পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল তাঁর। তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল থেকে সোমবার দুপুরে চিন্তাবিদের পরিবারকে প্রয়াণ-সংবাদ জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে সিপিআই লিবারেশন-সহ বিভিন্ন দল। আজিজুলের জম্ম ১৯৪২-এ হাওড়ার উলুবেড়িয়ার এক গ্ৰামে। বর্ধিষ্ণু পরিবারের সন্তান আজিজুল ছাত্রাবস্থায় যোগ দিয়েছিলেন বামপন্থী আন্দোলনে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদও পেয়েছিলেন। একটা সময়ে নকশাল-রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন। কালক্রমে নকশাল আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। ১৯৬৪, '৭০-এর দশক, ১৯৮২-সহ নানা সময়ে দীর্ঘ দিন কারারুদ্ধ ছিলেন আজিজুল। জেলে তাঁর উপরে অকথ্য অত্যাচার নেমে আসে।
পরে রাজনীতি থেকে সরে এলেও দীর্ঘদিন সচল থেকেছে আজিজুলের কলম। তৈরি করেছিলেন 'ভাষা শহিদ স্মারক সমিতি'। জেল-জীবন ও উত্তাল সময় নিয়ে তাঁর লেখা কারাগারে ১৮ বছর বইটি বহুল চর্চিত।
Comments
Post a Comment