অসমের পিয়ার লেস হাসপাতাল উদ্বোধন করলেন মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

পিয়ারলেস হসপিটাল স্বাস্থ্য পরিষেবায় তার উৎকর্ষতাকে আরও অগ্রসর করল গুয়াহাটি, অসমে
পিয়ারলেস হসপিটাল গুয়াহাটি, উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ড.‌ হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুলাই, ২০২৫— পূর্ব ভারতের ক্লিনিক্যাল এক্সেলেন্স এবং সহানুভূতিশীল স্বাস্থ্যপরিষেবার প্রতীক পিয়ারলেস হসপিটাল এবার গর্বের সঙ্গে গুয়াহাটিতে চালু করল সুপারস্পেশালিটি হসপিটাল।
আনুষ্ঠানিকভাবে ২৫০ শয্যার সুপারস্পেশালিটি হসপিটালের উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ড.‌ হিমন্ত বিশ্ব শর্মা। পিয়ারলেস হসপিটাল, গুয়াহাটি, শুধুমাত্র গুয়াহাটি শহর নয়, সমগ্র অসম–সহ বৃহত্তর উত্তর–পূর্ব ভারতের স্বাস্থ্যপরিষেবা প্রদানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই প্রতিষ্ঠান অসমবাসীর কাছে উন্নত, আধুনিক এবং সহানুভূতিশীল চিকিৎসা–পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
এই পথ চলা শুরুর মধ্য দিয়ে পিয়ারলেস হসপিটাল ৩২ বছরের বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা দক্ষতা এবং ক্লিনিক্যাল এক্সেলেন্সের ঐতিহ্য নিয়ে উত্তর–পূর্ব ভারতে প্রবেশ করল।
সরকারি ও বেসরকারি স্বাস্থ্যপরিষেবার পরিকাঠামো উন্নত হলেও, এই অঞ্চলের মানুষকে আজও অনেক সময় চিকিৎসায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে সময়োপযোগী রোগ নির্ণয় এবং সুপারস্পেশালিটি স্বাস্থ্যপরিষেবার অভাব আজও প্রকট। প্রতি বছর অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ, এমনকী বাংলাদেশ থেকে হাজার হাজার রুগিকে উন্নত চিকিৎসা–পরিষেবার জন্য মেট্রো শহরে আসতে হয়। এইসব রুগিদের অধিকাংশই হার্ট, স্নায়ু, ক্যান্সার, কিডনি এবং ট্রমা–জনিত সমস্যায় আক্রান্ত।
এই সঙ্কটজনক রুগিদের যথাযথ স্বাস্থ্যপরিষেবা দেবার লক্ষ্যেই যাত্রা শুরু করল পিয়ারলেস হসপিটাল, গুয়াহাটি। এই হসপিটাল অসম এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির মানুষের কাছে পৌঁছে দেবে নির্ভরযোগ্য স্বাস্থ্যপরিষেবা। দীর্ঘ দূরত্বের যাত্রায় রুগিদের যে শারীরিক ধকল বা আর্থিক সমস্যা দেখা দেয়, সেই সমস্যা থেকে এবার মিলবে রেহাই। আধুনিক পরিকাঠামো, ডাক্তারি দক্ষতা এবং সহানুভূতিশীল সেবার মাধ্যমে পিয়ারলেস হসপিটাল, গুয়াহাটি, এই অঞ্চলের স্বাস্থ্যপরিষেবায় আধুনিকীকরণের এক উজ্জ্বল মাইলফলক হয়ে উঠবে।
"আজ পিয়ারলেসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন - আসাম এবং উত্তর-পূর্বে আমাদের নৈতিক, রোগী-প্রথম যত্নের ৩০ বছরের ঐতিহ্যের প্রবেশ। ১০০ শয্যা শুরু হবে এবং ২০২৬ সালের মধ্যে ৩০০ শয্যার সাথে, পিয়ারলেস হাসপাতাল গুয়াহাটি কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিকস এবং ক্রিটিক্যাল কেয়ারের মতো উন্নত বিশেষজ্ঞ পরিষেবা প্রদান করবে", পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পিয়ারলেস হাসপাতাল গ্রুপের প্রবর্তক শ্রী জয়ন্ত রায় বলেন। "আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত - আসাম স্বাস্থ্যসেবাতে একটি জাতীয় মডেল হিসাবে আবির্ভূত হচ্ছে, এবং আমরা এই যাত্রার অংশ হতে পেরে গর্বিত। পিয়ারলেস মালিকানা, বিশ্বাস এবং উৎকর্ষতার প্রতীক - এবং এই পদক্ষেপের মাধ্যমে, আমরা একসাথে সেবা, নিরাময় এবং বৃদ্ধির প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।"
আহোম গাঁও, আইএসবিটি–এর কাছে অবস্থিত ২৫০ শয্যার পিয়ারলেস হসপিটাল অত্যাধুনিক পরিকাঠামো, সেরা চিকিৎসা দক্ষতা এবং উন্নত ডায়াগনস্টিক সুবিধাসম্পন্ন। যেখানে এক ছাদের নিচে রয়েছে যাবতীয় স্বাস্থ্যপরিষেবা।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ