মমতা ,অভিষেক মঞ্চে এলেন সঙ্গে মন্ত্রী ববি হাকিম ,রামকৃষ্ণ বিবেকানন্দের সম্প্রীতির বার্তা দিলেন
অমল গুপ্ত ,কান্দি জেল রোড : পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করেন বাঙলা ভাষা বললে তাদের বাংলাদেশি তকমা সেঁটে দেওয়া হচ্ছে।অসমের বাঙালি হলেও তাদের স্থান আছে বাংলায়। বিজেপি হচ্ছে ছাগলের তিন বাচ্চা শুধু লাফালাফি করে। সাম্প্রদায়িক উস্কানি দেয়।মন্ত্রী অরূপ বিশ্বাসও ভাষণ দেন।বলেন ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি কে ২৬ সনমিয়ে আনা হবে। সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী এক গান পরিবেশন করেন।শহীদ ঝন্তু আলী শেখ কে সম্বর্ধনা জানানো হয়। পহেল গাও শহীদ বিতান অধিকারী পরিবার কেও সম্বর্ধনা জন্যও হয়। বেলা একটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ শুরু করেন।গত বছরের ২১ জুলাই ছাপিয়ে গেছে।বলেন বিজেপি বাঙালি বিরোধী রবীন্দ্র নাথ ঠাকুরকে অপমান করে ।বলেন এবার খেলা হবে না বিজেপি পদ্ম উপড়ে ফেলব।তিনি অভিযোগ করেন।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষীদের বাংলাদেশি বলে তিরস্কার করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাদের ৯৬ টি উন্নয়ন প্রকল্প আছে ।৪০ শতাংশ বেকার কমিয়েছি। মালক্ষ্মী ,দুর্গা ,বড় দিন ঈদ পালন করি।সব ধর্ম কে সম্মান দেই। বিজেপি যাকে সন্দেহ করবে একমাস জেল ভরবে বলে নোটিশ দিয়েছে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। রাজ্যে নাকি ১৭ লাখ রোহিঙ্গা আছে।বাংলা ভাষাতে কথা বললে উত্তম ব্রজ বাসীকে সঙ্গে নিয়ে বলেন তাকে অসমের বিজেপি সরকার বিদেশী নোটিশ পাঠিয়েছে। সিপি এইমে কথা যত কম বলা হয় তত ভালো।সারা দেশে বাঙলা কথা বললেই বিদেশী তকমা দেওয়া হচ্ছে।রবীন্দ্র নেতাজি ,বঙ্কিম চন্দ্র কে অপমান করা হচ্ছে।ভারতকে স্বাধীন কে করেছে। কা আইন বাতিল করব মানব না। দিল্লিতে বাঙালিদের কলোনির বিদ্যুত লাইন কেটে দেওয়া হচ্ছে।খেলোয়াড় বিজভূষণ মেয়েদের অপমান করলেন তাদের বাঁচালেন বিজেপি সরকার। ১৭ লাখ মানুষ ভারত ছেড়েছে। বাংলাতে বিদেশী পুঁজি আসছে ,বাংলা সব ভাষা কে সম্মান করছে।বাংল দেশকে স্বাধীন করেছে। বাংলা ভাষায় কথা বললে তাদের জন্যে তৃণমূল লড়াই করবে।তিনি তাঁর লেখা বই পড়ার পরামর্শ দেন।২৬ তে দিল্লি দখলের লড়াই করতে হবে। অভিযোগ করেন বিজেপি বছরে দুকটি চাকরি দেওয়ার আশ্বাস পূরণ করতে পারেনি। অসমের মুখ্যমন্ত্রী বাংলভাষাকে অপমান করছে। আমরা সবাই অসমে যাবো কত ডিটেনশন ক্যাম্প আছে দেখে নেবো।আমরা বাংলার জন্যে দিল্লি পর্যন্ত গিয়ে লড়াই করবে।দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ।তাকে শেষ করা সম্ভব নয়। বি এস এফের অধীনে বলি চোর গরু চোর অনুপ্রবেশ চলছে। দোষ হচ্ছে তিনমূলের।২০২৬ সালে।জিতবো বাংলাভাষার অপমান মানব না। অসমে মাকালি মন্দির ভেঙে ফেলা হল। বাংলা তে হলে দেখতাম। জগন্নাথ মন্দিরের আদলে একটা দুর্গা মন্দির অঙ্গন গড়ে তোলা হবে। আগামী ২৭ জুলাই থেকে বাংলা ভাষা অপমান কারীদের সঙ্গে নিয়ে লড়াই হবে।বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রান মেনে নেবো না।এবার রেকর্ড ভিড় হয়েছে।১০ টি বিগ্রেড হয়ে যেত।দাবি করেন ২৬ বিজেপি কে বিসর্জন দেওয়া হবে। জীবন বলি দেবো বাংলা ছাড়বো না। সিপিএম আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল।ব্যায়াম করি বলে মারতে পারেনি।বেঁচে গেছি। খেলা হবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার সিপিএম কে বিল্ড আউট করতে হবে।দরকার হলে বাঙলা ভাষা রক্ষার আন্দোলন করা হবে। তৃণমূল কংগ্রেস আন্দোলনের অঙ্গ,আমাদের মত তত পথ , আমরা মাটি মানুষকে নিয়ে চিলবো। লড়ব। বিজেপি যাদের ডিটেনশন করবে তাদের বাড়ির সামনে বসে পারবো। আমরা বদল নয় বদলি চায়। এক কোটি কৃষক সুইসাইড করেছে।বাংলাতে কিছু হয়না। বিহারে ৪০ লাখ মানুষের নাম বাদ দিয়েছে। বিজেপি হটাও ,কংগ্রেস হটাও, শহীদদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দিন। জয় বাংলা বলে ভাষণ শেষ করেন অবাক কথা ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল।প্রকৃতি সাথ দিল। পরিশেষে।তৃণমূলের নেত্রী স্লোগান দেন বিজেপি বিসর্জন।বিবেক নয় নেত্রী ঐক্য চায়।জয় হিন্দ ,বলে ভাষণ শেষ করেন উত্তরবঙ্গে বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তৃণমূল আমলে বাংলার নারীদের নিরাপত্তা নেই।প্রতিদিন ধর্ষণ এর ঘটনা ঘটেছে।
Comments
Post a Comment