৩৩ বছর পর আবার ২৬ ভোটের আগে তৃণমূলের ২১ জুলাই,উত্তরবঙ্গে বিজেপির যুব দিবস
অমল গুপ্ত ,কান্দি জেল রোড, ২১ জুলাই : আবার ৩৩ বছর পর আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের শেষ শহীদ দিবস। বিগত ১৯৯৩ সালে যুব কংগ্রেসের মিছিলে বামফ্রন্ট সরকারের গুলিতে যুব কংগ্রেসের ১৩ জন কর্মী নিহত হোন কংগ্রেস যুবনেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকে ২১ জুলাই শহীদ দিবস পালন করে আসছেন। যুব কংগ্রেস নেত্রী মমতা "পরিচয় পত্র"" ভোটার কার্ড" ছাড়া ভোট দেওয়া যাবে না দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সেই মিছিলে বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছিলেন। সেই তদন্ত কমিশনের প্রতিবেদন আজও আলোর মুখা দেখেনি। আজ তৃণমূল কংগ্রেস সরকারের প্রধান মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। ওদিকে আজই বিজেপি দল জনসভার ডাক দিয়েছেন।বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী র উদ্যোগে এই উত্তর কন্যা তে সভার ডাক দিয়েছেন।আজ একুশের সভাতে বাঙালির স্বভীমান ,বাঙালির অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন মমতা কেবল বাঙালি মুসলিমদের দাবি নিয়ে সরব বাঙালি হিন্দুদের দাবিতে নীরব , বিজেপি দাবি তৃণমূল সরকার বাংলাদেশী, ,রোহিঙ্গা দের নকল আধার কার্ড দিয়ে ভোট নিতে চাইছে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি হুংকার দিয়ে গেলেন একজন অনুপ্রবেশকারী কে ও বরদাস্ত করা হবে না। সংবিধান অনুযায়ী সমুচিত জবাব দেওয়া হবে। আজ ২১ জুলাই সভা থেকে ২৬ এর রোডম্যাপ। বাংলদেশে হিন্দু নির্যাতন অব্যাহত, বাংলার মুসলিম জনগোষ্ঠী প্রায় সবাই তৃণমূল দলের সমর্থক । অনেকে ভোটার। কিন্তু হিন্দু নির্যাতন নিয়ে বিস্ময় কার নীরব। শিলিগুড়ি বাত্তি মোর থেকে শুভেন্দু অধিকারের উদগ্যে মহ মিছিল শুরু হয়েছে। উত্তর কন্যা পর্যন্ত মিছিল যাবে। মমতার মিছিল বেরোবে বলা একটাই। অভিনেতা দেবের নির্বাচন কেন্দ্রের বন্যা দুর্গত এলাকা থেকেও নৌকাচেপে বহু মানুষ সভায় যোগ দেন। বাঙালি বাঁচাও মঞ্চে এসে পৌঁছান সে কন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি ১৩ জন শহীদ বেদীতে মালা দিলেন। এদিকে মমতা রওনা দিয়েছেন কালীঘাটের বাড়ি থেকে।২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ভাষার উপর অপমান মানব না।হিন্দুদের উপর অত্যাচার হলে মানব না।তিনি মোদি মিডিয়া সমালোচনা করেন।
Comments
Post a Comment