৫০ দিনের মাথায় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী মাকালী মা দুর্গাকে স্মরণ করেন

অমল গুপ্ত ,    ১৮ জুলাই , কান্দি জেল রোড :  উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জনসভায় ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী ৫০ দিনের মাথায় দুর্গাপুরে ৫ হাজার কোটি টাকার তেল প্রকল্প ভিত্তি স্থাপন করে  বাংলার রূপকার শ্যামা প্রসাদ মুখার্জীও  বিধান চন্দ্র রায়  কে স্মরণ করেন।   তৃণমূল সরকার বিদায় নিলেই রাজ্যে  উন্নতির পথে এগিয়ে যাবে। বাংলা বদল চায়। এখানে নদী আছে সাগর ও আছে।একবার বিজেপি কে ক্ষমতায়   বসান। দুর্গাপুরে শিল্প বিকাশ করা হবে। অভিযোগ করেন তৃণমূল সরকার  শিল্প বিরোধী কর্মসংস্থান নিরোধী। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গার কথা উল্লেখ করে বলেন রাজ্যে পুলিশের উপর ভরসা নেই। সিন্ডিকেট রাজ কায়েম আছে টিএমসি র গুণ্ডা টেক্স  আছে। এই রাজ্যে থেকে  কয়েকশ কোম্পানি বাইরে চলে গেছে।  শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ছাত্রদের ভবিষ্যত অন্ধকার।
  স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে
মেডিক্যাল কলেজে ডাক্তার খুন হল। মন্ত্রী নেতারা অপরাধী কে ধরার পরিবর্তে নিহত ডাক্তারের পরিবাকে অপরাধী সাজাচ্ছে। তিনি রাজ্যের প্রথম মহিলা ডাক্তার কদম্বানি গাঙ্গুলি কেও স্মরণ করেন মা মাটি মানুষের সরকারের সময় নারী নির্যাতন হচ্ছে। অনুপ্রবেশ কে উৎসাহ দিচ্ছে তৃণমূল ,নকল নথি পর বানিয়ে দিচ্ছে।  যারা ভারতের নাগরিক নয় তাদের কোনো ভাবেই রাজ্যে ঢুকতে দেবে না।টা মোদীর গ্যারান্টি বলে দাবি করেন। রাজ্যে একটি জেলা নেই যেখানে পাইপ যোগে ১০০ শতাংশ  জল সরবরাহ করা হচ্ছে।   আবাসন প্রকল্পের সব সুবিধা দেওয়া হবে। বিকশিত  বাংলাকে মোদীর  গ্যারান্টি। বাংলা পরিবর্তন চায়।বিজেপি কে আশীর্বাদ করুন।



Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর

শুভ মহালয়া তিথিতে ১৮ তম "নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ

প্রণব আচার্য্য লিখিত বৈষ্ণব গ্রন্থ প্রকাশ