রাকেশ শর্মার পর শুভাংশু শুক্ল নিরাপদে মর্তে ফিরলেন
অমল গুপ্ত ,কলকাতা : রাকেশ শর্মার পর ভারতীয় শুভাংশু শুক্ল 'গ্রাভিটেশন "নিয়ে ১৮ দিন গবেষণা করার পর প্রশান্ত মহাসাগরে নিরাপদে ঘরে ফিরলেন। গভীর রাত ২,৪৫ মিনিটে প্যারাসুটের মাধ্যমে চারজন মহাকাশচারী মহাসাগরে নামলেন। মহাকাশে যাবার সময় শুভানশু গাজরের হালুয়া আর আনারস নিয়ে সহ কারীদের খাওয়ান। তার জ্যাকেটে। জাতীয় পতাকার লেবেল ছিল।তিনি দ্বিতীয় মহাকাশ চারী হিসাবে হাসিমুখে বেরোতে দেখা যায়।প্রধানমন্ত্রী টুইট করে অভিনন্দন জ্ঞাপন করেন।তারা ২৮৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন।
Comments
Post a Comment