অঞ্জলী শীল ,উত্তম ব্রজাবাসী,পর এবার অসম সরকারের এন আর সি নোটিশ পেলেন নিশিকান্ত দাস
অমল গুপ্ত ,গুয়াহাটি কলকাতা২৬ জুলাই : অসমে জাতীয় নাগরিকত্ব আইন মেনে কেবল ভারতীয় নাগরিক হিন্দুদের বিদেশী নোটিশ দেওয়া যেতে পারে না। কিন্তু অসমের স্থায়ী বাসিন্দা রুজি রোজকারের স্বার্থে ভারতের অঙ্গ রাজ্যে কোচ বিহার বছরের পর বাস করা বাঙালি হিন্দুদের অসম সরকার নোটিশ পাঠাচ্ছে। এন আর সি আইন মানলে বাঙালি হিন্দুদের নোটিশ পাঠানো যায় না। তৃণমূল সরকার ২৭ জুলাই থাকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে। দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ ব্যাপক হারে জাল আধার কার্ড জাল ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিম বঙ্গের বাইরে রাজ্যে পরিযায়ী শ্রমিক দের সেই সব রাজ্যে গ্রেফতার করা হচ্ছে।নথি পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ জাল নথি তৈরি করা পশ্চিম বঙ্গর দালালরা।অর্থের বিনিময়ে বানিয়ে দিচ্ছে। এর মধ্যে অধিকাংশ বাংলদেশে একদিন ঘরবাড়ি ছিল।মুসলিম থেকে হিন্দু সেজে পশ্চিম বঙ্গে ভোটার হচ্ছে। সেই ভোটাররা তো ভারতীয় হতে পারেনা।এইসব নথি পত্র ঠিক পরীক্ষা হচ্ছে তো? নথি তিরির দালাল দের গ্রেফতার করে শাস্তি দেওয়া হচ্ছে ? ভাষা আন্দোলনের ঘোলা জলে মাছ ধরে নেবে বাংলাদেশীরা জদের অধিকাংশ শ্রমিক কলকাতার ভারতীয় নথি জোগাড় করে স্থায়ী ভাবে বাস করতে চান।পড়ে শাসক দলের সমর্থক ও ভোটার। বাঙালি মানে সবাইতো হিন্দু নন।অধিকাংশ মুসলিম। অসমে এন আর সি তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ।তারমধ্যে হিন্দু বাঙালি ১৪ লাখ।তাদের নাগরিকত্ব কে দেবে? বাংলাভাষা আন্দোলন শুরু হচ্ছে নিজের নামটা বাংলায় লিখতে পারবেন না এমন জনপ্রতিনিধি পশ্চিম বঙ্গে আছে।গুজরাটের ,বিহারের হিন্দী বাসী সহ গোটাকয়েক সাংসদ অবাঙালি। তারা মাতৃভাষা বাংলা ভাষার মর্ম কি বুজবেন।
Comments
Post a Comment